'বিদ্যুৎ সংকট নিরসন না হওয়া পর্যন্ত পানির সমস্যা সমাধান হবে না' 

বিদ্যুৎ সংকট নিরসন না হওয়া পর্যন্ত পানির সমস্যা সমাধান হবে না বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গরমে রাজধানীতে পানির চাহিদা দৈনিক ২৬৫ কোটি লিটার। যার মধ্যে লোডশেডিং এর কারণে ৪০ থেকে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এই সমস্যা বিদ্যুৎ ছাড়া সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। তবে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে পানির সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওয়াসা এমডি।

এসময়, নগরবাসীকে পানি ব্যভারে সচেতন হতে আহ্বান জানান তাকসিম এ খান।

news24bd.tv/রিমু