গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: স্ত্রী নিহত, স্বামী আহত

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মরিয়াম বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তাকে বহন করা মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন মারাত্মক আহত হয়েছে। নিহত মরিয়ম পান্তাপাড় ইউনিয়নের পদ্দরাজপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেল যোগে স্বামীর সঙ্গে বাড়ি থেকে মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্ত্রী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। পথচারীরা তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মরিয়াম বেগমকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী বিল্লালের অবস্থার অবনতি হওয়ায় তাকে যেশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন।

news24bd.tvতৌহিদ