জেএসএস কর্মীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

খাগড়াছড়ির দুর্গম উপজেলা দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী মঞ্জু চাকমার (৪৭) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

আজ (৮ অক্টোবর, সোমবার) সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

উল্লেখ্য, গত রাতে দীঘিনালার দুর্গম দাঙ্গা বাজার এলাকার একটি দোকানের সামনে খুব কাছ থেকে দুর্বৃত্তরা মঞ্জুকে গুলি করে পালিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।  

নিহত মঞ্জু এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী এবং উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।

এদিকে, হত্যাকাণ্ডের জন্য জেএসএসের কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা প্রসীত খীষার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হয়েছে। তবে ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব। জহুরুল▐ অরিন▐ NEWS24