বজ্রপাত ঠেকাতে ১৫ হাজার তালের বীজ রোপন

দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় অসংখ্য মানুষ। এই বজ্রপাত এখন দুর্যোগ হিসেবে মনে করছেন আবহাওয়াবিদরা। এই মৃত্যু ঠেকাতে ও দুর্যোগ মোকাবেলা করতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার ৭ ইউনিয়ন ও ২ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ১৫ হাজার তালের বীজ রোপন করার উদ্যোগ গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাহিমালী, ভাবানীপুর, আটঘড়িয়া এলাকায় তালের বীজ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, প্রবীন আওয়ামী লীগ নেতা ও বনপাড়া পৌর ওয়ার্ড সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, জয়বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল বালী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)