ডেঙ্গু টিকা প্রয়োগের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি: এবিএম আব্দুল্লাহ

ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না হওয়ায় এবং কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকায় দেশে প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

আজ রোবরাব দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন।  

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, টিকা নিয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিসদের নিয়ে একটি কমিটি গঠন  করা হয়েছে। এছাড়া অন্যন্যা দেশে যে সব টিকা তৈরি হয়েছে, মৃত্যু ঝুঁকি না থাকলে সেই সব টিকা বিএসএমএমইউ ট্রায়াল করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

news24bd.tv/TR