সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড জকোভিচের 

অবশেষে রজার ফেদেরারকে টপকে গেলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার কৃতিত্ব এখন এই সার্বিয়ান তারকা। আজ মঙ্গলবার ইউএস ওপেনে টেলর ফ্রিজকে সরাসরি সেটে হারিয়ে ৪৭তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠলেন তিনি।  

নিউইয়র্কে আমেরিকান খেলোয়াড়দের ওপর আধিপত্য ধরে রেখেছেন জোকোভিচ। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম জেতার মিশনে নবম বাছাই ফ্রিজকে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী জোকোভিচ খেলবেন তার ক্যারিয়ারের ১৩তম ইউএস ওপেন সেমিফাইনাল, যেখানে তার প্রতিপক্ষ বেন শেল্টন।

সেমিফাইনালে ওঠার পর তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, ‘আমি এই কোর্টে অনেক বছর ধরে খেলছি, অনেক মহকাব্যিক ম্যাচও। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটি খেলার জন্য উন্মুখ হয়ে আছি। ’

এদিকে হোম ফেভারিট কোকো গফ তার প্রথম মেজর টাইটেলের সন্ধানে ছুটছেন। মঙ্গলবার লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬৮ মিনিটে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে তিনি। ফাইনালে উঠতে ষষ্ঠ বাছাই গফ এই বছরের ফ্রেঞ্চ ওপেন রানারআপ ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন।

news24bd.tv/SHS