সুচির কিছু হলে জান্তা সরকার দায়ী থাকবে : এনএলডি 

কারাবন্দি অং সান সু চিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও খাবার না দিয়ে তার জীবন বিপদের দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এমনটাই দাবি করেছে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে এনএলডি।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা খুবই উদ্বিগ্ন যে সু চি পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। জান্তা তার জীবন ঝুঁকিতে ফেলার উদ্দেশ্যে পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার বা বাসস্থানের কিছুরই ব্যবস্থা করছে না। ’

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা ফের দখল করে সেনাবাহিনী। তারপর থেকে আটক অবস্থায় আছেন সুচি। নোবেল বিজয়ী এই নেত্রীকে গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দী ৭৮ বছর বয়সী সূচি মাথা ঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।

দলটির সুচির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে।

সূত্র : এএফপি