ইসরাইলি সামরিক ঘাঁটি ও অবৈধ উপশহরে রকেট হামলা

ইসরাইলের রায়িম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, অবৈধ ইহুদি উপশহর রায়িমে এই ঘাঁটিটি অবস্থিত। সেখানে বহু রকেট নিক্ষেপ করা হয়েছে। এর ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, ইসরাইলের অবৈধ ইহুদি উপশহর সেদিরুতেও রকেট হামলা চালানোর কথা জানিয়েছে আল কাস্সাম ব্রিগেড। এই হামলায় বহু অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে।

এদিকে, সেদিরুত উপশহরের মেয়র এলেন ডেভিডি ইসরাইলি মন্ত্রিসভার সমালোচনা করে বলেছেন, ইহুদি উপশহরের বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে ভাবতে হবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।