প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা খেলতে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি টাইগাররা। আগের দুই ফরমেটে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।   এমনিতেই ইনজুরির কারণে নেই দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। তাই যারা রয়েছেন তাদের নিয়েই লড়তে হবে সাকিবকে। তিন পেসার খেলানো হলে রুবেল হোসেন নিশ্চিত। বাকি দুইজনের মধ্যে শফিউল ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকতে পারেন একাদশে। বিশেষজ্ঞ স্পিনার একাদশে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ।

তামিম না থাকায় ফর্মে না থাকার পরও ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। টিকে যেতে পারেন লিটন কুমার দাশও। তবে লিটনের পরিবর্তে নাসির হোসেনও একাদশে থাকতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. ইমরুল কায়েস ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. সাকিব আল হাসান  ৫. মুশফিকুর রহিম ৬. মাহমুদউল্লাহ ৭. লিটন দাস/নাসির হোসেন ৮. মেহেদী হাসান মিরাজ ৯. মোহাম্মদ সাইফুদ্দিন ১০. শফিউল ইসলাম/তাসকিন আহমেদ ১১. রুবেল হোসেন।