বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  

র‌্যাব জানিয়েছে, ২৮ অক্টোবর রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে। তাকে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়।  

এদিকে, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। তবে ব্যারিস্টার অসীম বাড়িতে ছিলেন না। কাউকে গ্রেপ্তার করা হয়নি।  

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় বিএনপির বিভিন্ন নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। news24bd.tv/আইএএম