জন্মভিটায় পালন হয় না নূর হোসেন দিবস

দেশের বিভিন্ন স্থানে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালিত হলেও তার নিজ জেলা পিরোজপুরে দিবসটি পালন করা হয় না। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার এক সাহসী যুবক ছিলেন নূর হোসেন। কিন্তু তাকে মনেই করেনি তার জন্মস্থান মঠবাড়িয়া তথা নিজ জেলা পিরোজপুর।

শুধু  এবারই নয়, কোনো বছরই পালন করা হয় না দিবসটি। যে সংগঠনের কর্মী হিসেবে শহীদ হয়েছিল নূর হোসেন, সেই সংগঠনের অনেকেই জানে না নূর হোসেনের সঠিক পরিচয়।

তার নামে একটি ক্লাব ছাড়া আর তেমন কোনো নিদর্শন নেই নূর হোসেনের জন্মভিটা জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে। এছাড়াও উপজেলায় আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন পালন করে না শহীদ নূর হোসেন দিবস। প্রতিবছরের মতো এবারও শহীদ নূর হোসেন  দিবস পালিত হয়নি পিরোজপুর জেলা শহরে।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)