নাশকতার পরিকল্পনা করছিল ‘আনসার আল ইসলাম’: র‍্যাব

ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বড় নাশকতার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

এদের মধ্যে আব্দুর রাজ্জাক ওরফে সাইবা উপমহাদেশের সমন্বয়কারী। ২০১৫ সাল থেকে আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ নেতাদের তথ্য অনুসারীদের কাছে পৌঁছে দিতেন বলে জানায় র‍্যাব।

সোমবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে অন্য পেশার আড়ালে সদস্য সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ দিচ্ছিল। সবাই শরীফুলের মাধ্যমে প্রশিক্ষণের জন্য ভারতে লোক পাঠাতো।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তথাকথিত জিহাদের জন্য বেশ কিছু সদস্যকে ভারতে পাঠিয়েছে। কয়েকজন সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তারা কুকি-চিনের সঙ্গে অর্থ ও অস্ত্র দেনলেন করেছে।

news24bd.tv/তৌহিদ