'ট্রেনে আগুনে মৃত্যুর ঘটনায় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে'

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপেস ট্রেনে আগুনে চারজনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মো. দিদার আহম্মদ। মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, হরতাল বা অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ট্রেনের নিরাপত্তা বাড়ানো হয়। তবে ট্রেনযাত্রা নিরাপদ করতে প্রতিটি বগিতে ও সব স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেন আইজিপি মো. দিদার আহম্মদ।

আজ ভোর ৫টার পর আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৭টার দিকে আগুন আনা হয়। এ সময় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

news24bd.tv/TR