শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে: কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে আসন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে।  চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দু’টি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া, আরেকটি পীরগঞ্জ। দলের বাকি সবাই একটি করে আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫  আসনে নির্বাচন করবো। মাশরাফি নড়াইল-২ আসনে নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন। ’