বরিশালে মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মনি

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি মনিরুল ইসলাম মনি।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এক উঠোন বৈঠকে উপস্থিত হয়ে মনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি নৌকার প্রার্থী মেননের প্রতি সমর্থন ঘোষণা করেন।

এছাড়া তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।

এই আসনে নৌকার মনোনয়ন পেয়েও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান রাশেদ খান মেনন।   উঠোন বৈঠকের আগে নৌকার প্রতীকের পক্ষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

বরিশাল-২ আসনে এবার নৌকার মনোয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগের সাবেক এমপি মো. মনিরুল ইসলাম। তবে নির্বাচনের দুই দিন আগে নৌকাকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তিনি।

news24bd.tv/SHS