শেখ হাসিনার নতুন সরকারকে মার্কিন দূত পিটার হাসের শুভেচ্ছা

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।   রাজধানীর বঙ্গভবনে গত বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত ছিলেন। বেশ হাসিখুশিই তাকে দেখা গেছে। পরে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ শেষে তিনি  শুভেচ্ছা জানান। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ড. হাছান মাহমুদকেও শুভেচ্ছা জানিয়েছেন পিটার ডি হাস। দ্বাদশ সংসদের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এ তথ্য জানান। তিনি সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে পিটার হাসের করমর্দনের একটি ছবিও প্রকাশ করেছেন। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন।   নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র।  এই নির্বাচন ঘিরে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাবনা প্রবল হয়। তবে ৭ জানুয়ারি কোনো ধরনের সংঘাত ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

news24bd.tv/ডিডি