ময়মনসিংহ-৩ আসনেও নৌকা জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনেও বাজিমাত করেছে নৌকা প্রতীকের প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের সমর্থিত নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।  প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন।  

আজ এই কেন্দ্রে বাড়তি নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয় শনিবার সকাল ৮টায়। টানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট স্থগিত হওয়ার আগে এই আসনে নৌকা প্রতীক নিয়ে নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল প্রকাশিত হয়। নওগাঁ-২ আসনে এক প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এক কেন্দ্রে ভোট বাতিলে ফল স্থগিত হয় ময়মনসিংহ-৩ আসনের।  

এবার ময়মংসিং২-৩ আসনের ফল পাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় করা আসনসংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৩টি। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২টি আসন, বাকি ৩ আসনে জিতেছে অন্যান্যা দলের প্রার্থীরা।

news24bd.tv/SHS