হাছান মাহমুদকে শুভেচ্ছা জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিবাদন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ঢাকায় নিযুক্ত রাশিয়ান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছাবার্তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব হাছান মাহমুদকে অভিনন্দন। রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক স্বাধীনতার জন্য পূর্ব বাংলার সংগ্রামের সময়কালে রচিত। আমরা আশা করি রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি এবং অন্যান্য ব্যবহারিক ক্ষেত্রে আমাদের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাঝে পারস্পরিক আদান-প্রদান চলমান থাকবে।

বিবৃতিতে হাছান মাহমুদের সুস্বাস্থ্য এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলতা কামনা করা হয়।

news24bd.tv/ab