কিডনি ডিজিজে ভুগছে বাচ্চারাও

কিডনির নানা রোগ হতে পারে বাচ্চাদেরও। দিল্লির এইমসে তিন মাসের একটি শিশুর মিনিমাল ইনভ্যাসিভ অপারেশন হয়েছে কিছুদিন আগে। দেশে হয়ত এই প্রথম এত ছোট বাচ্চার কিডনিতে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে। ডাক্তারবাবুরা বলছেন, কিছু রোগ থাকে, যেগুলো নিয়ে শিশুদের ছোটবেলায় বা জন্মের ঠিক পরে পরেই আমরা অতটা মাথা ঘামাই না, যেমন ওবেসিটি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ইত্যাদি। কিডনির অসুখও এদের মধ্যে অন্যতম। আমরা ভাবি কিডনির ব্যামো শুধু বয়সকালেই বুঝি হয়। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। ছোটদেরও হতে পারে কিডনির সমস্যা। ছোটদের ক্ষেত্রে মূলত স্ট্রাকচরাল, জেনেটিক, ইনফেকশন এবং ইমিউনোলজিক্যাল কারণে কিডনির সমস্যা দেখা দেয়। কারও হয়তো একটি কিডনি নেই, এটি স্ট্রাকচরাল সমস্যা। জেনেটিক বা জন্মগত সমস্যাগুলো ধরা পড়তে সময় নেয়। সূত্র, দ্য ওয়াল। বাচ্চাদের কিডনির অসুখ কী কী ক্ষেত্রে হতে পারে? ● সময়ের অনেক আগে বাচ্চা জন্মালে ● বাচ্চার কিডনিতে জন্মগত ত্রুটি থাকলে ● ডায়েরিয়া এবং নিউমোনিয়া থেকে সারা শরীরে সংক্রমণ হলে ● জন্মের পর একাধিকবার মূত্রনালির সংক্রমণ ঘটলে ● কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ● প্রস্রাবে বাধা পেলে ● রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ● প্রস্রাবে প্রোটিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে চিকিৎসকদের মতে, কিডনি সুস্থ রাখার বা কিডনির রোগ প্রতিরোধ করার সে অর্থে কোনও নিয়মবিধি নেই। কারণ এই অসুখ ধরা পড়তে সময় নেয়। প্রথম দিকে জ্বর হওয়া ছাড়া লক্ষণও তেমন দেখা যায় না। লাইফস্টাইল এবং হাইজিনের দিকে নজর দিতে হবে।

news24bd.tv/ডিডি