বঙ্গবন্ধুর গণমুখী সমবায় আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও সমবায় ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।  

এ সময় অধিদপ্তরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন তিনি। সমবায় আইন সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করা, অডিট কার্যক্রম শক্তিশালী করা, জাতীয় সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করা এবং প্রকল্প ভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করাসহ বাস্তব সম্মত বিভিন্ন দিক সভায় গুরুত্ব পায়।

প্রশিক্ষণের দিকটাতে বেশি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জনকল্যাণমুখী পরিকল্পনা করে তা বাস্তবায়নে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।

news24bd.tv/DHL