‘মূল্য নিয়ন্ত্রণে বড় ব্যবসায়ীদেরও ধরতে হবে’

মূল্য নিয়ন্ত্রণে শুধু ক্ষুদ্র ব্যবসায়ীদের ধরলে হবে না, বড় ব্যবসায়ীদেরও ধরতে হবে বলে ভোক্তা অধিদপ্তরকে জানালেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বুধবার (২৪ জানুয়ারি) কাওরানবাজারে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে এক বৈঠকে এ দাবি তোলেন হেলাল উদ্দিন। এসময় ভোক্তার মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, এবার সরকারের নির্দেশ মোতাবেক সিন্ডিকেটের গোঁড়া থেকে শুদ্ধিকরণ করা হবে।

ভোক্তার ডিজি বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দিয়ে চাল মজুদ করে কৃত্রিম দাম কারা বাড়ায় এটা পরিষ্কার। রমজানের পণ্যের কোনো রকম ঘাটতি নেই। এসময় সবাইকে পরিমাণ মতো কেনার আহবান তিনি।

news24bd.tv/FA