দুই ভবনের মাঝে ঝুলছিল যুবকের লাশ

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকার দুটি ভবনের মাঝখান থেকে হাসান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গ্রিল বেয়ে চুরি করার সময় নিচে পড়ে মারা গেছে সে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তারা খবর পান, মীরহাজীরবাগ কাঁচাবাজার সোনালী হোটেল গলিতে দুটি ভবনের মাঝখানে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হন। পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে।

সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনের পঞ্চম তলায় রেলিং বেয়ে চুরি করার সময় সেখান থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত হাছান বাড়ি ভোলা সদর উপজেলায়। বাবার নাম শামসুদ্দিন। বর্তমানে মীরহাজীরবাগ এলাকায় থাকত। আগে বাহাদুর শাহ পরিবহনে কাজ করত সে। এক-দেড় মাস ধরে সে বাসায় যেত না বলে তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ।

news24bd.tv/কেআই