শীর্ষ করদাতাদের তালিকায় প্রিমিয়ার ব্যাংক, এনবিআরের স্বীকৃতি

২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতাদের একটি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কর দেওয়ায় এগিয়ে থাকায় ব্যাংকটিকে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

প্রিমিয়ার ব্যাংকের হেড অব মিডিয়া কমিউনিকেশনস জাকারিয়া রহমান এবং ইভিপি অ্যান্ড হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর মো. তারেক উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম. রিয়াজুল করিম সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে স্বীকৃতিপত্র গ্রহণ করেছেন।

এ সময় কর কমিশনার মো. ইকবাল বাহার, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ); প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও সাইদ আবুল হাসেম; এক্সিকিউটিভ অফিসার মো. কামরুজ্জামান চৌধুরী এবং এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/আইএএম