জয়সওয়ালের দানবীয় ইনিংস, প্রথম দিনশেষে ৩৩৬ রানে থামলো ভারত

নিজেদের মাঠে প্রথম টেস্ট হার। তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো স্বাগতিক ভারত।

কিন্তু দলের অভিজ্ঞ বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলের মত ব্যাটারদের অনুপস্থিতি। সব মিলিয়ে তরুণ ভারতীয় ব্যাটিং লাইন আপের উপর দলকে প্রথম ইনিংসে বড়ো স্কোর এনে দেওয়ার দায়িত্ব।

আরও পড়ুন: ঢাকাকে হারিয়ে প্রথম জয় সিলেটের

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে  ৩৩৬ রান তোলে ভারত। একাই দলের হয়ে ২৫৭ বল খেলে ১৭৯ রানে অপরাজিত আছেন বাঁহাতি যশস্বী জয়সওয়াল। তার ইনিংসে ১৭ টি চার এবং পাঁচটি ছক্কা রয়েছে। ডাবল সেঞ্চুরির থেকে মাত্র ২১ রান দূরে আছেন তিনি। যদিও ভারতীয় মিডল অর্ডার তেমন একটা সুবিধা করতে পারেনি এ ম্যাচে।

ইংলিশদের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন শোয়েব বশির ও রেহান আহমেদ। একটি করে উইকেট পান টম হার্টলি ও জেমস এন্ডারসন। ১০ বলে ৫ রান করে যশস্বীর সাথে দ্বিতীয় দিন শুরু করবেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।

news24bd.tv/SC