যুক্তরাষ্ট্রে গ্যারেজে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উদ্ধার

শনিবার ( ৩ জানুয়ারি) ওয়াশিংটনের এক ব্যক্তির গ্যারেজ থেকে  ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বুধবার ওহিওর বিমান বাহিনী জাদুঘর কর্তৃপক্ষ তাদের কাছে আসা একটি অদ্ভুত অনুদানের ব্যাপারে বেলভিউ পুলিশকে অবগত করলে পুলিশ ঐ দাতার বাড়িতে বোম্ব স্কোয়াড পাঠায়। পরে এটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।  

ওহাইওর বিমানবাহিনী জাদুঘরের সঙ্গে যোগাযোগ করে একটি সামরিক রকেট দান করার প্রস্তাব দেন বেলভিউর এক ব্যক্তি। তার প্রয়াত প্রতিবেশীর কাছে রকেটটি ছিল বলে তিনি জানান। এরপর জাদুঘর বিষয়টি পুলিশকে জানায়।   বেলভিউ পুলিশ বলছে, উদ্ধারকৃত ডিভাইসটি আসলে একটি ডগলাস এআইআর-২ জিনি। আনগাইডেড এয়ার-টু-এয়ার এই রকেটটি ১.৫ কেটি ডব্লিউ ২৫ পারমাণবিক ওয়্যারহেড বহন করতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো ওয়্যারহেড সংযুক্ত না থাকায় বিপদের কোনো আশঙ্কা নেই।  শুক্রবার বেলবিউ পুলিশের মুখপাত্র সেথ টাইলার বিবিসি নিউজকে জানান, উদ্ধারকৃত ডিভাইসটি মূলত রকেট জ্বালানির একটি গ্যাস ট্যাংক যা মোটেই গুরুতর বা বিপদজনক নয়। ক্ষেপণাস্ত্রটিকে জাদুঘরে দান করতে ইচ্ছুক ব্যক্তিটির বক্তব্য অনুযায়ী, রকেটটির মালিক ছিল তার একজন প্রতিবেশী। ডিভাইসটি মূলত সেই প্রতিবেশীর কেনা এস্টেট সম্পত্তি ছিল। সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্নায়ুযুদ্ধের সময় রকেটটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। জিনি রকেটের প্রথম ও একমাত্র লাইভ ফায়ারিং হয়েছিল ১৯৫৭ সালে এবং এটির উৎপাদন ১৯৬২ সালে শেষ হয়ে যায়। news24bd.tv/ডিডি