গাজা অস্থিরতার মধ্যে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।  

সোমবার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্লিঙ্কেনের সফর কর্মসূচির শীর্ষে রয়েছে গাজায় হামাসের কাছে বন্দী থাকা একশোরও বেশি ইসরায়েলি জিম্মির মুক্তি এবং মানবিক ত্রাণ সহায়তা সরবরাহ করার মতো বিষয়।

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন ব্লিঙ্কেনের এই সফর নিয়ে চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হবে। কিন্তু এরকমও আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্লিংকেনের এই সফর।

আরও পড়ুন: বন্যা কবলিত ফিলিপাইন, প্রাণ হারিয়েছেন ২০

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাক এবং সিরিয়ায় কয়েকটি ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। মূলত জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে ইরান সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটি।  

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, এই হামলাই শেষ নয় বরং আগামীতে আরও হামলা চালানো হবে। অন্যদিকে ইয়েমেনেও ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা চলছে।

চলমান এ উত্তেজনা ব্লিঙ্কেনের সফরের মাধ্যমে আরও বাড়বে নাকি কমতে পারে সে বিষয়ে সন্ধিহান এই অঞ্চলের ভূ-রাজনীতি বিশেষজ্ঞরা।

news24bd.tv/SC