চুয়াডাঙ্গায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর দপ্তর প্রাঙ্গণে এসব ধ্বংস করা হয়। গত এক বছরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের আটক করা এসব মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট রয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গত এক বছরে বিজিবির হাতে আটক হওয়া ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিলি, ১ হাজার ৩৫৯ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার, ৫৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ২ হাজার ৫৮০টি নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ১৯৮টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ কেজি ৪৮৫ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, ৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারত হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরীন আক্তারসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

news24bd.tv/কেআই