অধ্যক্ষের অপসারণের দাবিতে সিরাজগঞ্জ মেরিন একাডেমিতে আন্দোলন

অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সিরাজগঞ্জ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে পদায়নকৃত নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের পদায়নের আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকালে একাডেমির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের সামনে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক তিনঘণ্টা অবরোধ করে এ বিক্ষোভ করে। এতে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পরে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দ্রুত মীমাংসার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, পদায়নকৃত নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে অন্তত ৩ বার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন জায়গা থেকে অপসারিত হয়েছে এবং পদাবনতিও হয়েছে। এমন একজন দুর্নীতিবাজ অধ্যক্ষকে সিরাজগঞ্জ মেরিন একাডেমিতে কোনভাবেই শিক্ষার্থীরা মেনে নেবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত ৩দিন ধরে আন্দোলন চলছে এবং পদায়নের আদেশ বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

news24bd.tv/FA