একদল নিরীহ মানুষ পোড়ায়, আর সরকার সেবা দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিরীহ মানুষকে একদল আগুনে পোড়ায়, অন্যদিকে সরকার বার্ন ইউনিট নির্মাণ করে তাদের সেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এবং সিকিউরিটি এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বাধা অতিক্রম করে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ফায়ার সার্ভিস টিমকে দক্ষ করে তোলার জন্য সরকার ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। উন্নত অগ্নিনির্বাপণ যন্ত্রের মাধ্যমে ফায়ার সার্ভিসের দক্ষতা আরও বৃদ্ধি করা হচ্ছে।  

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি বলেন, দেশকে উন্নত করতে হলে জীবনের মূল্যায়ন করতে হবে। এর জন্য বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন তিনি। news24bd.tv/আইএএম