মেরুদণ্ডে জোড়া লাগা দুই শিশুর অস্ত্রোপচার সম্পন্ন

সফল অস্ত্রোপচারে আলাদা হলো মেরুদণ্ডে জোড়া লাগা নুহা ও নাভা। চিকিৎসকরা জানিয়েছেন, দুই বোন এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তবে তারা আশঙ্কামুক্ত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তাদের দেখতে বিএসএমএমইউতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এই অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা সেবার সক্ষমতার প্রমাণ হলো। এদেশের মানুষকে আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে না।

এ সময় মন্ত্রী এ ধরনের রোগীদের চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম লিটারে কমলো ১০ টাকা

কুড়িগ্রামের পরিবহন শ্রমিক আলমগীর রানা ও নাসরিন দম্পতির সন্তান নুহা ও নাভা মেরুদণ্ডে জোড়া লাগানো অবস্থায় ২০২২ সালের ২১ মার্চ জন্ম নেয়। জন্মের অল্প কয়েকদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের র্সাজারী অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে নুহা ও নাভাকে ভর্তি করা হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে ১৯ ফেব্রুয়ারী ৩৯জন চিকিৎসকের দল ১৫ ঘন্টার চেষ্টায় তাদের সফল অস্ত্রোপচার শেষে আলাদা করেন। চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/ab