রাবিতে পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে শিক্ষার্থীদের অনশন

পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে আমরণ অনশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাস্টার্সের ৮ শিক্ষার্থী। এসময় গ্রাফিক ডিজিইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসকলেজিয়েট করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে তারা এ অনশন শুরু করেন। পরে পৌনে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরের কথায় তারা অনশন স্থগিত করেন। দুপুরে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদী পদযাত্রা বের করেন।

আরও পড়ুন: রাবির দুই ছাত্রলীগ নেতার জমিদারি হাল

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মুনির উদ্দিন আহমেদ অন্যায়ভাবে তাদের ডিসকলেজিয়েট করেছেন। তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের নির্যাতন করেন। তার অত্যাচারের মাত্রা এখন চূড়ান্ত পর্যায়ে। তাই ডিসকলেজিয়েট প্রত্যাহার করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

news24bd.tv/DHL