বাংলাদেশ সফরে আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো

বাংলাদেশ সফরে আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আগামী ৮ এপ্রিলের মাউরোর সফর হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের সফর।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ব্রাজিল দূতাবাস আয়োজিত তুলা বিষয়ক এক সেমিনারে একথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।

এসময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্বে উদাহরণ। তুলা উৎপাদনে ব্রাজিলের যে সক্ষমতা, সেটি পোশাক খাতের সাথে সম্পৃক্ত। আর সে লক্ষ্যেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় দেশটি।

ব্রাজিল রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং ব্রাজিলের তুলা একসাথে কাজ করতে পারা একটি ল্যান্ডমার্ক হবে। দুই দেশের মধ্যকার ভৌগোলিক দূরত্ব থাকায় উভয়েরই উভ সম্পর্কে জানাশোনা খুবই সীমিত। তবে সাম্প্রতিক দুই দেশের মধ্যে যে বাণিজ্য চলছে, সেটি আরও বাড়াতে প্রচুর সম্ভাবনা রয়েছে।

news24bd.tv/FA