জীবন একটাই, সেটা চলে গেলে সংশোধনের কোনো সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। জীবন একটাই, জীবন চলে গেলে সেখানে সংশোধনের কোনো সুযোগ নাই। একজন হার্টের রোগীকে রাখতে হলে সেখান তো সাপোর্টিভ ইক্যুপমেন্টস থাকতে হবে।  

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

সামন্ত লাল সেন বলেন, সুতরাং আমরা যে অভিযান চালাচ্ছি, সেটা চলবে। মাঝে মাঝে দেখবেন দরকার হলে আমিও যাব। আগে কী ছিল সেটা নিয়ে কথা বলতে চাই না; একটা সুষ্ঠু ব্যবস্থা রাখতে চাই; যাতে মানুষ ভালো চিকিৎসা পায়।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা হাসপাতাল বন্ধ করার পক্ষে নয়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালও কাজ করবে। কিন্তু তাদের নিয়ম মেনে চলতে হবে। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বেইলি রোডে আগুনের ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।  

news24bd.tv/আইএএম