১২ দলীয় জোটের সাথে মির্জা ফখরুলের মতবিনিময়

কারামুক্তির পর প্রথমবারের মতো কোনো রাজনৈতিক জোটের সাথে মতবিনিময় করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ মার্চ) বিকেলে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি।  

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এতে রাজনৈতিক আলাপ-আলোচনার চেয়ে ব্যক্তিগত কুশলাদি বিনিময় বেশি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: নকশা ঠিক নেই রাজধানীর ১৩’শ ভবনের: সংসদে সাবেক গণপূর্ত মন্ত্রী

এ বিষয়ে জাগপা নেতা রাশেদ খান প্রধান জানান, আমরা অনানুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছি। একে রাজনৈতিক নেতাদের আড্ডা বলা যেতে পারে। আলোচনায় বিএনপি মহাসচিবের কারাগারে থাকার অভিজ্ঞতা এবং কারাবন্দি অন্য নেতারা প্রাধান্য পেয়েছেন। তবে বৈঠকে থাকা সবাই রাজনৈতিক ব্যক্তি হওয়ায় কিছু রাজনৈতিক আলোচনা তো অবশ্যই হয়েছে।

বৈঠকে জাপা (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ জোটের অনেকে উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab