রোজার আগে গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

পবিত্র রমজান মাস সামনে। ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বর্ধিত পাঁচ দিনের দেওয়া পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

news24bd.tv/DHL