‘ব্যর্থতার দায়ে পদত্যাগের সংস্কৃতি চালু হতে আরও পাঁচশো বছর লাগবে’

ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদত্যাগের সংস্কৃতি চালু হতে আরও পাঁচশো বছর লাগবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফেরিঘাটে নড়াইলের স্কুলছাত্র তিতাসের মৃত্যুর মামলার শুনানিতে এই কথা বলেন আদালত।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ২০১৯ সালে দীর্ঘসময় ফেরি আটকে রাখার কারণে মুমূর্ষু অবস্থায় থাকা এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে।

এদিন তিতাসের পরিবারের করা মামলার শুনানির দিন ধার্য ছিলো। অভিযোগে উল্লেখ করা হয়, একজন ভিআইপি আসাকে কেন্দ্র করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে দীর্ঘসময় ফেরি আটকে রাখে কর্তৃপক্ষ। এর ফলে ঘাটেই মৃত্যুবরণ করে মুমূর্ষু তিতাস।

new24bd.tv/FA