পাঁচ উইকেট নিয়েই ড্রেসিংরুমে সিগারেট ধরালেন পাকিস্তানি ক্রিকেটার

পিএসএলের ফাইনাল হয়েছে সোমবার (১৮ মার্চ) রাতে। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের বড় কারিগর পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি বিতর্কের জন্মও দিয়েছেন তিনি। ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা গেছে ইসলামাবাদের তারকাকে। ম্যাচের মাঝেই সাজঘরে ইমাদের ধূমপান ক্যামেরায় ধরা পড়লে তড়িঘড়ি করে সিগারেট লুকিয়ে ফেলেন তিনি।

ইতোমধ্যে অনলাইনে তার সিগারেট খাওয়ার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয় সমালোচনা। তবে এর জন্য এখন পর্যন্ত কোনো শাস্তির মুখোমুখি হননি ইমাদ।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী ইমাদ প্রথম কোনো বোলার হিসেবে পিএসএলে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে আগে ব্যাট করে মুলতান সুলতানস। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ তোলে ্গত দুইবারের ফাইনালিস্টরা।  অল্প রানে আটকানোতে বিশাল ভূমিকা রেখেছে ইমাদের পাঁচ উইকেট শিকার। জবাবে দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ ইউনাইটেড।   

news24bd.tv/এসসি