মালয়েশিয়ায় ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করলো পাকিস্তানি

মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক পাকিস্তানি শ্রমিক। গতকাল মঙ্গলবার দেশটির কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। হত্যা মামলায় অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।  

বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে মালয়েশিয়ার শাহ আলম জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহীম বলেন, ‘ম্যাজিস্ট্রেট আদালত ৫১ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজ থেকে শুরু হয়ে ২৬ মার্চ তাঁর রিমান্ড শেষ হবে। ’ 

এর আগে এই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার সেকশন ৩৬ কারখানার শ্রমিক হোস্টেলে ৪৯ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তি ইফতার করার সময় অভিযুক্তের কমলার জুস খেয়ে ফেলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্ত ব্যক্তি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ভুক্তভোগীকে একাধিকবার আঘাত করেন।  

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের প্রতিবেদন অনুসারে, এক প্রত্যক্ষদর্শী সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ পুলিশকে খবর দেন এবং এর ১০ মিনিট পরই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।  

হত্যায় ব্যবহৃত ছুরিটি পুলিশ জব্দ করেছে এবং দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলছে।

news24bd.tv/aa