বাবা হারালেন স্বর্ণজয়ী সাঁতারু শিলা 

বাবা হারিয়েছেন সাঁতারে বাংলাদেশের তারকা মাহফুজা খাতুন শিলা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলার বাবা আলী আহম্মদ গাজী। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা আহম্মদ গাজীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আহম্মদ গাজী। যশোরে নিজ এলাকায় চিরশায়িত হবেন কৃতী সাঁতারুর বাবা। শিলার বাবা ও রনির শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ সাতার ফেডারেশনসহ অনেক ব্যক্তি, সংস্থা শোক জ্ঞাপন করেছে।

শিলা ২০১৬ সালে এসএ গেমসে রেকর্ডসহ দুটি স্বর্ণ জেতেন। শিলার স্বামী শাহজাহান আলী রনিও স্বর্ণজয়ী সাঁতারু। তিনি ২০০৬ সালে কলম্বো সাফে স্বর্ণ জিতেছিলেন।

news24bd.tv/SHS