সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বিরোধী প্রার্থী ফায়ে

সেনেগাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয় পেয়েছেন বিরোধীদলীয় প্রার্থী বসিরু দোমায়ে ফায়ে। ফায়ের ক্ষমতা গ্রহণ এখন সময়ের ব্যাপার মাত্র।   মাত্র ৪৩ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে  তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। গত রোববার সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গত সোমবার নির্বাচন কমিশন জানায়, ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ফায়ে পেয়েছেন ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট। আর আমাদু পেয়েছেন ৩৬ দশমিক ২ শতাংশ ভোট। এক বিবৃতিতে আমাদু বা তার প্রতিদ্বন্দ্বী বাসিরু দিওমায়ে দিয়াখার ফায়েকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, বিরোধী প্রার্থীর এই বিজয় পশ্চিম আফ্রিকার দেশটিতে উচ্চ বেকারত্ব ও শাসন সম্পর্কে তরুণ-যুবকদের ব্যাপক হতাশার প্রতিফলন। ছয় দশকেরও বেশি আগে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি সেনেগালের চতুর্থ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর।  

news24bd.tv/ডিডি