সবজির দাম কমলেও বেড়েছে চালের, নাগালে নেই মাছ-মাংস

রাজধানীর বাজারগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে সবজিতে। সপ্তাহান্তে প্রকার ভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে সব ধরনের সবজিতে। পেঁয়াজের ঝাঁঝও কমেই আছে। তবে সাধ্যহীন গরু-খাসীর মাংস। মুরগীও বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত মূল্যে। তেলাপিয়া আর পাংগাস ছাড়া ২০০ টাকার নিচে নেই মাছ। নতুন করে দাম বেড়েছে চালের বাজার।

বাজারে নিত্যপণ্যের দামে অসহায় ক্রেতা সাধারণ। মাংস থেকে শুরু করে বাজারের অধিকাংশ পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে। তবে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা স্বস্তি খুঁজ‌তে হচ্ছে সবজিতেই।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সিম, টমেটো, বেগুন, করল্লা কিংবা ঢেরশ সব ধরনের সবজিতেই দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। পেঁয়াজের কেজি ৫০ আর আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

তবুও যেন স্বস্তি নেই ক্রেতাদের, চলছে রমজান তাই শুধু সবজিতে চলবে না। কিন্তু উপায় নেই, গরুর মাংস ৭৫০ আর খাসী ১১০০ টাকা। ব্রয়লার মুরগীও ২১০ টাকা।

মাছের বাজাও চড়া, চাষের টেংড়া, পুটি, কই, কিংবা শিং কেজি ৫০০ টাকার ওপরে। রুই কেজি ৩০০ আর ইলিশ যেন সোনার হরিণ। ১ কেজি ওজনের ২০০০ টাকা। তাই ১৮০ টাকার পাংগাস আর ২০০ টাকার তেলাপিয়ার চাহিদাই বেশি।

অস্বস্তির বাজারে নতুন করে আবারও দাম বেড়েছে চালে। মোটা চাল আর মিনিকেটে প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।

news24bd.tv/তৌহিদ