নেদারল্যান্ডসের একটি ক্যাফেতে বেশ কয়েকজন জিম্মি

মধ্য নেদারল্যান্ডসে একটি ক্যাফেতে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) ভোরে পূর্ব ডাচ শহর এডেতে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে এবং এলাকার বাড়িগুলি খালি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কোনো সন্ত্রাসী উদ্দেশ্যের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি খুব ভোরে ক্যাফের মধ্যে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এলাকার আশেপাশের প্রায় ১৫০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং শহরের কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এডে শহরের কেন্দ্রস্থলে একটি বিল্ডিংয়ে "বেশ কিছু লোককে জড়িত করে একটি জিম্মি পরিস্থিতি চলছে। "

সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা ক্যাফের চারপাশে নিরাপত্তা চৌকি স্থাপন করেছে এবং তারা জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলেছে।

জাতীয় সংবাদপত্র ডি টেলিগ্রাফ বেশ কয়েকটি বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় একটি বারে একজন ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে লোকজনকে আটকে রাখে।

news24bd.tv/DHL