রাজনগরে সেহরির পর বসতঘরে আগুন, দগ্ধ বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) ভোরে ওই আগুন লাগে। আগুন লাগার পর পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন বের হতে পারলেও বৃদ্ধা বের হতে পারেননি।  

এলাকাবাসী জানান, ভোরে ময়না মিয়ার পরিবারের সবাই সেহরি খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এ সময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলেও অসুস্থ নূরজাহান ঘর থেকে বের হয়ে আসতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। তাদের নিজ গ্রামের বাড়ি কুমিল্লায়। ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিন শেডে থাকতেন নূরজাহান।  

এদিকে এ ঘটনার পর প্রতিবেশীরা রাজনগর ফায়ার সার্ভিসে কল দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের ভেতর থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে, আগুন লাগার সূত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। news24bd.tv/আইএএম