সহিংসতা ঠেকাতে র‌্যাবের মহড়া

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যে কোন সহিংসতা ঠেকাতে সুনামগঞ্জ জেলার ১১ উপজেলায় মহড়া দিয়েছে র‌্যাব-৯।

আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের মল্লিকপুর আবাসিক এলাকায় স্থাপিত অস্থায়ী ক্যাম্প থেকে র‌্যাবের কমান্ডার লে.কর্ণেল ফয়সল আহমেদের নেতৃত্বে নিরাপত্তা মহড়া দেয় র‌্যাব-৯ অধীনে থাকা এ ইউনিট। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এ ভাবে জনসাধারণের নিরাপত্তার জন্য র‌্যাব মাঠে থাকবে।

এ সময় র‌্যাবের সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার লে.কর্ণেল ফয়সল আহমেদ বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজ হল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চত করা। র‌্যাব নির্বাচনের আগে ও পরে যে কোন ধরণের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে।

NEWS24▐ কামরুল