বাংলাদেশে প্রবেশ করলো আরও ১৩ বিজিপি সদস্য

টেকনাফ সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ১৩ সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টেকনাফের নাফ নদী হয়ে নতুন করে তারা বাংলাদেশ প্রবেশ করে। পরে কোস্টগার্ড তাদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর কাছে হস্তান্তর করে।  

বর্তমানে মিয়ানমারের বিভিন্ন বাহিনীর মোট ২৭৪ জন সদস্য আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছেন। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

news24bd.tv/আইএএম