গাজায় গণকবরে পাওয়া গেল ১৮০ ফিলিস্তিনির লাশ

গাজার নাসের হাসপাতালের ভেতরে খুঁজে পাওয়া গণকবর থেকে ১৮০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে শহরটির বেসামরিক প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীরা। শনিবার (২০ এপ্রিল) ও রোববার (২১ এপ্রিল) পরিচালিত উদ্ধারকাজের মধ্য দিয়ে লাশগুলো শনাক্ত করা হয়। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, নাসের হাসপাতাল প্রাঙ্গণে আবিষ্কৃত গণকবরে ১৮০ জন ফিলিস্তিনির লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং যুবকরা রয়েছেন।

শনিবার রাতে এক বিবৃতিতে গাজার জরুরি সেবা বিভাগ জানায়, আমরা ধারণা করছি আরও অনেকের লাশ পাওয়া যাবে। আমাদের উদ্ধারকাজ চলমান থাকবে।

প্রায় দুই সপ্তাহ অবরুদ্ধ থাকার পর এই সপ্তাহের শুরুতে গাজার আল শিফা হাসপাতালেও একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। আল শিফা হাসপাতালে খুঁজে পাওয়া কয়েকটি গণকবরের মধ্যে এটি একটি।  

এদিকে, গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ ২২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে এক হামলায় এক ব্যক্তি, তার সন্তানসম্ভবা স্ত্রী এবং তাদের তিন বছর বয়সী সন্তানের মৃত্যু হয়। প্রসূতি নারীর গর্ভ থেকে বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় আরেক হামলায় ১৭ শিশুসহ একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন। এর আগের রাতে এক হামলায় নয়জনের মৃত্যু হয়।

news24bd.tv/ab