বান্দরবানের তিন উপজেলায় নির্বাচনের তারিখ পেছাল

বান্দরবানের তিনটি উপজেলায় নির্বাচন পূর্বনির্ধারিত দিনে অনুষ্ঠিত না হয়ে পরে আয়োজিত হবে। উপজেলা তিনটি হচ্ছে- থানচি, রুমা ও রোয়াংছড়ি। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

রোয়াংছড়ি ও থানচিতে আগামী ৮ মে এবং রুমায় আগামী ২১ মে উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে তফসিলও ঘোষণা করেছিল ইসি। এখন ইসি বলছে, পরে উপযুক্ত সময়ে এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এজন্য এ তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা চালিয়ে অর্থ লুট করে সন্ত্রাসীরা। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নেয় তারা। অপহরণের শিকার হন ব্যাংকটির ব্যবস্থাপক নেজাম উদ্দিন। দুদিন পর রুমার পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হলেও অর্থ ও অস্ত্র উদ্ধার করা যায়নি।

রুমার ঘটনার একদিন পর ৩ এপ্রিল সোনালী ও কৃষি ব্যাংকের থানচি শাখায় অর্থ লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

news24bd.tv/ab