লাঠি-সোটা নিয়ে নাম, অলি অডিও ফাঁস

‌‘কথা না, লাঠি নাও, লাঠি চাচো। দরকার হলে পয়সা দিয়ে আরও লোক নাও’। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মুখপাত্র, এলডিপির চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ মাহমুদুল হক নামে জনৈক এক কর্মীর সঙ্গে মোবাইলে এমন কথা বলেছেন বলে একটি অডিও ফাঁস হয়েছে।

অডিও-তে কর্নেল অলির সঙ্গে ওই কর্মীকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে শোনা যায়। যা নিউজ টোয়েন্টিফোর পাঠকদের জন্য তুলে ধরা হলো:

অলি : হ্যাঁ, বাবুল।   বাবুল : বড়দা, আসসালামু আলাইকুম।   অলি : ওয়ালাইকুম।   বাবুল : বড়দা মাহমুদুল হকের সঙ্গে কথা বলেন।   মাহমুদ : আসসালামু আইকুম।   অলি : মাহমুদুল হক, মিল্লাত আছে না? মাহমুদুল হক : হ্যাঁ, মিল্লাত আঙ্কেল।   কর্নেল অলি : তুমি আর মিল্লাত লাঠি নিয়ে রেডি থেকো। সম্মান-ইজ্জ্বত তোদের হাতে। নিজের ইজ্জ্বত নিজে বাঁচাও।   মাহমুদুল হক : জ্বি।   কর্নেল অলি : আর কোনো কথা বলিস না। লাঠি-সোটা নিয়ে নাম।   মাহমুদুল হক : লাঠি-সোটা নিয়ে নামছি। তবে হামলা দিলে ভালো হবে বেশি।   কর্নেল অলি : না না, তোরা হামলা দিবি কেন? আমি দিতে পারি না? আমার বাড়ি চন্দনাইস, আবার বাড়ি বহুত দূর। প্রধানমন্ত্রী শুধু দেশের শক্রু।   মাহমুদুল হক : আপনার কথা ঠিক আছে।   কর্নেল অলি : কথা না, লাঠি নাও, লাঠি চাচো। দরকার হলে পয়সা দিয়ে আরও লোক নাও।   মাহমুদুল হক : আচ্ছা বাবাজি।  

(নিউজ টোয়েন্টিফোরে/তৌহিদ)