পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী ও জাসদ নেতা প্রেপ্তার

ময়মনসিংহ-৬-(ফুলবাড়িয়া) আসনে ভোট শুরুর আগ মূহুর্তে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় জাসদ নেতা (ইনু) সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত পৌণে দশটার দিকে ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ভোটের দিন সকাল সাড়ে সাতটার দিকে তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়া হয়। এ ঘটনায় মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন পুলিশ এ এস আই জাহাঙ্গীর।  

মিন্টু ওই আসনের জাসদের প্রার্থী থাকলেও পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় জাসদের সহসম্পাদক।  

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)