বোরকা পরে ‘স্ত্রীর’ ওপর নজরদারি, ‘স্বামী’ আটক

ময়মনসিংহ নগরীর আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে বোরকা পরে স্ত্রীর ওপর নজরদারি করতে এসে আটক হয়েছেন এক যুবক। তবে যুবকের স্ত্রী পরিচয় দানকারী ওই শিক্ষার্থী বলেছেন, আটক তার কেউ না।

সোমবার দুপুরে আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মাহমুদুল হাসান, তার বাড়ি শেরপুর জেলার সদর থানায়। তিনি বলছেন তার কথিত স্ত্রী ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাষ্টার্সে অধ্যয়নরত।

জানা যায়, দুপুর ১২ টার দিকে কলেজে ক্লাস চলাকালীন সময়ে বোরকা পরে কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়েন ওই ব্যক্তি। সন্দেহজনক ঘোরাফেরা দেখে কলেজের ছাত্ররা তাকে আটক করে। ছাত্রদের জিজ্ঞাসাবাদে, তিনি তার স্ত্রীকে নজরদারি করতে কলেজে ছদ্মবেশে ঢুকেছেন বলে জানান।

কলেজের প্রিন্সিপাল নারায়ণ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘ওই যুবক যে শিক্ষার্থীকে তার স্ত্রী বলে দাবি করেছে, সেই ছাত্রী বলেছে মাহমুদুল হাসান তার স্বামী না। তিনি (ছাত্রী) তাকে চেনেন না। ওই নারী শিক্ষার্থী সরকারি আনন্দমোহন কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শেষ বর্ষের নিয়মিত শিক্ষার্থী। আজ তার মৌখিক ভাইবা ছিল। ঘটনাটি পুলিশকে অবহিত করলে কথিত স্বামী-স্ত্রী দুজনকেই আটক করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/নোমানতৌহিদ)